১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫
শিল্প ও বাণিজ্য ডেস্ক:
নতুন উদ্যোগ নিতে জুড়ি নেই মার্ক
জুকারবার্গের। এ কারণে কয়েক
দিন পর পরই নতুন কিছু নিয়ে হাজির হয়
ফেসবুক। এরই ধারাবাহিকতায় এবার
পরিবহন ব্যবসায় যুক্ত হচ্ছে জনপ্রিয়
সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ফেসবুক ব্যবহারকারীদের বাসা বা
কর্মস্থল থেকে ট্যাক্সিক্যাব
ডাকার কাজটি সহজ করতে যাচ্ছে
জাকারবার্গের দল। তবে একক
কোম্পানি হিসেবে এ উদ্যোগ শুরু
করছে না মাধ্যমটি। পরিবহন খাতের
জনপ্রিয় অনলাইনভিত্তিক ভাড়ায়
চালিত ট্যাক্সিক্যাবের
সেবাদানকারী ইউবারের সঙ্গে
যুক্ত হচ্ছে তারা। এ জন্য উভয়
প্রতিষ্ঠান চুক্তি করেছে।
নতুন সেবা চালু হলে ফেসবুকের
মেসেঞ্জার অ্যাপের সাহায্যে
সরাসরি ইউবারের ট্যাক্সিক্যাব
ডাকা যাবে। এ জন্য আলাদা করে
ইউবার অ্যাপ ডাউনলোড করতে হবে
না। বিশ্বের বিভিন্ন দেশে ইউবার
সেবা এখন বেশ জনপ্রিয়তা
পেয়েছে। প্রতিষ্ঠান দুটি
জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে
সেবাটি যুক্তরাষ্ট্রে ‘ইউবার অন
মেসেঞ্জার’ নামে কাজ শুরু করবে।
উভয় কোম্পানির ব্লগে এ বিষয়ে
ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বে
এখন ১৫০ কোটির বেশি ফেসবুক
ব্যবহারকারী আছেন। অন্যদিকে,
আর্থিক লেনদেনের বিবেচনায়
ইউবার সর্ববৃহৎ অনলাইন ট্যাক্সি
সেবাদাতা প্রতিষ্ঠান। বিশ্বের
প্রায় ৭০ কোটি ব্যবহারকারী
মেসেঞ্জার ব্যবহার করেন।
ইউবারের ব্লগে জানানো হয়েছে,
ট্যাক্সি ডাকা থেকে শুরু করে অর্থ
পরিশোধের জন্য মেসেঞ্জারে
একটি সাধারণ ক্ষুদে বার্তা
পাঠালেই চলবে। ফেসবুক
জানিয়েছে, সেবাটি চালু হলে
মেসেঞ্জার চালু অবস্থায় এটি বন্ধ
না করে গাড়ি ডাকা যাবে।
বিবিসি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766