রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ ১। আকরাম হোসেন (৩২), ২। গৌতম সূর্যবংশী দিবা (২৮) এবং ৩। সিহাব মিয়া (২২) নামে ০৩ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের রবিবার (২৮ মে) রাতে জুড়ী থানাধীন কামিনীগঞ্জ বাজার( লামাবাজারস্থ) আটককৃত আসামি মোঃ আকরাম হোসেন (৩২) এর মাটির হাড়িপাতিল এর দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়।
এসময় আটককৃতদের হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবা, গাজা খাওয়ার কল্কি এবং নগদ ৩১৫০ টাকা জব্দ করা হয়।
অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা বিক্রির নিজেদের হেফাজতে রাখায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের নাম ঠিকানা ঃ
১। মোঃ আকরাম হোসেন(৩২) পিতা-আঃ ছালাম, সাং-মিলনপুর, থানা-মৌলভীবাজার সদর, এ/পি সাং-মনতৈল, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার,
২। গৌতম সূর্য বংশি @ দিবা(২৮) পিতা-মৃত মনোরঞ্জন সূর্য বংশি, সাং-রত্না চা-বাগান(১নং লাইন) থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার,
৩। মোঃ শিহাব মিয়া(২২) পিতা-মোঃ শফিক মিয়া, সাং-তালতলা মার্কেট এর পিছনে, কুদ্দুছের ৪র্থ তলা বাসা, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা, এ/পি সাং-পূর্ব বেলাগাঁও(কন্টিনালা) ফুল মিয়ার বাড়ী, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার।
সংবাদটি শেয়ার করুন