সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়া ব্রিফিংয়ে মৌলভীবাজার জেলার (জুড়ী, বড়লেখা, কুলাউড়া) উপজেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান, মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
যেকোন নাশকতা মূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। এছাড়া মিডিয়া ব্রিফিংয়ে জরুরী প্রয়োজনে ০১৭৬৯১৭২৪০০ এই নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
দায়িত্বে থাকা সেনাবাহিনীর লে. কর্নেল সাজ্জাদ বলেন, সেনাবাহিনী সরকারি স্থাপনার পাশাপাশি সর্বসাধারণের জান-মালের নিরাপত্তায় নিয়জিত আছে। সকল কার্যক্রম যাতে স্বাভাবিক ভাবে চলে তা নিশ্চিত করতে কাজ করছি আমরা।
সংবাদটি শেয়ার করুন