ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


জুনের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে ইসি

redtimes.com,bd
প্রকাশিত জুন ৫, ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ণ
জুনের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে ইসি
সদরুল আইন, নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, নির্বাচন কমিশন(ইসি) জুনের মধ্যেই নতুন রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত করবে ।
 নিবন্ধন পেতে ১২ টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শেষ হয়েছে।আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলগুলোকে শতভাগ শর্ত পূরণ করতে হবে বলে জানিয়ে মো. আলমগীর বলেন, ‘এখানো কোনো ডিসকাউন্ট (ছাড়) নেই। সবাইকে শতভাগ শর্ত পূরণ করতে হবে। না করলে একটাও নিবন্ধন পাবে না।’
আইন অনুযায়ী, ইসির নিবন্ধন ছাড়া কোনো দলের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। ইতিমধ্যে নিবন্ধনপ্রত্যাশী ১২ দলের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘মাঠ কর্মকর্তাদের দলীয় কার্যালয় ও কমিটির বিষয়ে তথ্য পাঠাতে সোমবার পর্যন্ত সময় দেয়া হয়েছিল। হয়তো আসতে আরও দু’একদিন সময় লাগবে।’
কেন্দ্রীয় কার্যালয় ও কমিটির বিষয়ে ১২টা দলের তথ্যই কমিশন পেয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু জেলার তথ্য পুরোপুরি পাইনি। কোনোটা ৭০ শতাংশ, কোনোটার ৫০ শতাংশ, কোনোটার ৪০ শতাংশ আসছে।
আর উপজেলার তথ্য ৪০ শতাংশ পর্যন্ত তথ্য আসছে। আগামী তিন-চারদিন পর যথাযথ তথ্যটা আমরা বলতে পারবো কী পেয়েছি।’
প্রক্রিয়াটা আইনেই বলা আছে উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘মাঠের তথ্য আর আমাদের কাছে কাগজপত্র যা জমা দিয়েছে দলগুলো, তা এ সংক্রান্ত কমিটি মিলিয়ে দেখবে। তারপর সেই কমিটি প্রতিবেদন কমিশনের কাছে উপস্থাপন করবে।
 এরপর প্রাথমিক তালিকা আপত্তির জন্য প্রকাশ করা হবে। যে কেউ আপত্তি দিতে পারবে। আপত্তি এলে শুনানি হবে। না এলে শুনানি হবে না। এরপর চূড়ান্ত তালিকা করা হবে।’
প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ১২টি দলের নিবন্ধন পাওয়ার সম্ভাব্য সময় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের টার্গেট জুনের মধ্যে নিবন্ধনের কাজ সম্পন্ন করা। কোনো কারণে আপত্তি শুনানিতে দেরি হলে এটা জুলাইতে যেতে পারে।’
দলের নিবন্ধন দেয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো কোটা নেই জানিয়ে আলমগীর বলেন, ‘১২টা কোয়ালিফাই করলে ১২টাই নিবন্ধন পাবে। একটা কোয়ালিফাই করলে একটাই পাবে। কোনোটাই কোয়ালিফাই না করলে কোনোটাই নিবন্ধন পাবে না।’
কোনো দলের যদি সব ঠিক থাকে, কিন্তু কার্যালয় বা ব্যানার-বিলবোর্ড বড় দলগুলো খুলে ফেলে, নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর এমন অভিযোগের ক্ষেত্রে কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনারা যে কাগজপত্র দিয়েছে তা মাঠে দেখা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা তদন্ত করেছেন। তখন তো সংশ্লিষ্ট দলের নেতারা বলেছেন, যে ভেঙে ফেলেছেন, এক্ষেত্রে আগে যে ছিল তার কোনো ফটো দেখাতে হবে। প্রমাণ থাকতে হবে যে ছিল। প্রমাণের দায়িত্বও তো তার। অফিস করলে তো মিলাদ দেয়, সাংবাদিকদের দাওয়াত দেয়, সেগুলোর প্রমাণ দেখাবে।’
শতভাগ শর্ত পূরণ করলে নির্বাচন কমিশন বিজ্ঞাপন দেবে জানিয়ে তিনি বলেন, ‘বলা হবে যে এই দলকে নিবন্ধন দেয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারও কোনো আপত্তি থাকলে নির্দিষ্ট তারিখের মধ্যে জানান।
 তখন আপত্তি জানালে শুনানি হবে। আমরা আবার যাচাই করবো। অভিযোগ সঠিক না হলে পাবে। আর সঠিক হলে পাবে না। আর শর্ত পূরণ না করলে একটাও হবে না। ১২টা করলে ১২টাই হবে। করতে হবে তো হবেই। এখানে ডিসকাউন্ট নেই। শতভাগ শর্তই পূরণ করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031