জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এই আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুলও জারি করেছেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার (৩০ জানুয়ারি) এ আদেশ দেন।
আইনজীবীদের সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ সেপ্টেম্বর একটি ফৌজদারি মামলায় কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে গত ১১ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক আদেশে তাকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে।
গত রোববার (২৯ জানুয়ারি) বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে কিশোর রায় চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন।
হাইকোর্টের আইনজীবী এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, হাইকোর্টের আদেশের ফলে কিশোর রায় চৌধুরী মনির দায়িত্ব পালনে আইনি আর কোনো বাধা রইল না।
কিশোর রায় চৌধুরী মনি বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের প্রতিপক্ষ তাকে মামলায় ফাঁসিয়েছে।
সংবাদটি শেয়ার করুন