রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল থেকে ২৫ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১ঃ৩০ মিনিটের দিকে তাকে আটক করা হয়। কামরুল উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১ঃ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মহসিন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাগরনাল থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ২টি ফেনসিডিলের বোতল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালেই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন