কপিল দেব:
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা আজ বুধবার ১৪ জুন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সীর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কল্যাণসভা শেষে দুপুর ১২.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এঁর সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের মে মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা এবং জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম।
কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন এবং বড়লেখা থানার হরিধন দেব নাথ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।
সদর কোর্টের পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হন। বড়লেখা কোর্টের ফকরুজ্জামান শ্রেষ্ঠ সিএসআই এবং সদর কোর্টের এএসআই পিযুষ দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।
জেলায় অস্ত্র, মাদক ও জুয়া বিরোধী অভিযান ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এবং এসআই অনুজ কুমার দাসকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
রাজনগর থানার একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য এসআই শওকত মাসুদ ভুইয়া বিশেষ পুরস্কার লাভ করেন। এছাড়া মৌলভীবাজার জেলার পিএম রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট এবং হাসপাতালে আগতদের সার্বিক সহযোগিতা করে পুলিশের ভাবমূর্তি রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা বিশেষ শাখার কনস্টেবল আবুল কাশেমকে পুরস্কৃত করা হয়।
জেলা পুলিশ সুপার শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
সংবাদটি শেয়ার করুন