কপিল দেব জেলা প্রতিনিধি।
মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার জন্য ২০ জন আগ্রহী জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।
বৃহষ্পতিবার (১৯ মে) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় মৌলভীবাজার জেলা যুবলীগের ২০ নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সভাপতি পদে নয় জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন তাদের সিভি জমা দেন।
জানা যায়, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পান্না দত্ত, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল, বর্তমান কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন চৌধুরী ফাহিম, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, বর্তমান কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, বর্তমান কমিটির সদস্য মবশ্বির আহমেদ প্রমূখ জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহীদ সৈকত, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন নিক্সন, বর্তমান কমিটির প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, বর্তমান কমিটির অর্থ সম্পাদক সন্দীপ দাস, বর্তমান কমিটির উপ দপ্তর সম্পাদক তুষার আহমদ, বর্তমান কমিটির সহ সম্পাদক সাদমান সাকিব চৌধুরী প্রমূখ জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
উল্লেখ্য” বিগত (১৩ মে) কেন্দ্রীয় যুবলীগ মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান করে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় জীবনবৃত্তান্ত জমা দেন।