এসবিএনঃ জৈন্তাপুরে এম লিয়াকত আলী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার জৈন্তাপুর রাজবাড়ী মাঠে সম্পন্ন হয়েছে।
জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা সুমন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইমরান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিফোরএস বাংলাদেশ’র ম্যানেজিং ডাইরেক্টর সেলিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল্লাহ, জৈন্তাপুর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার্জ ইনচার্জ শফিউল কবির, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইখলাছুর রহমান, ১নং নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমাব বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন শাহীন, তামাবিল কয়লা-পাথর ও চুনাপাথর আমদানীকারক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু।
এছাড়া খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মো. জাকারিয়া, সদস্য আব্দুল কাইয়ুম, কাওসার শাহেদ, ফারুক আহমদ, ফখরুল ইসলাম, সুমন আহমদ, রাসেল আহমদ, ফজল করিম, দুলাল আহমদ প্রমুখ।
টুর্নামেন্টে তেলিহাটি মজনু সুপার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দর্জি হাটি ইসলাম সুপার জুটি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com