২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭
জৈন্তাপুর প্রতিনিধি: উত্তর সিলেটের জৈন্তাপুরে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতঘর সহ উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক গ্রামে।
টানা কয়েক দিনের অতিবর্ষণ ও পহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় জৈন্তাপুরের প্লাবিত হয়ে অনেক মানূষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিপাতে ও পাহাড়ী ঢলে’র কারনে বিভিন্ন এলাকায় পানি বন্দি হয়ে জন দুর্ভোগ বাড়ছে।
এদিকে গত ৪দিনের অতি বৃষ্টি এবং পাহাড়ী ফলে সৃষ্ট বন্যায় জৈন্তাপুর উপজেলার বিরাইমারা, ১নংলক্ষিপুর, ২নং লক্ষীপুর, চাতলারপাড়, বাওনহাওর, গড়েরপাড়, খারুবিল, মোয়াখাই, মুক্তাপুর, লামনীগ্রাম, তিলকইপাড়া, কাটাখাল, ঘিলারতৈল, গোয়াবাড়ী, হর্নি, বাইরাখেল, নায়াখেল, আগফৌদ, কাঞ্জর, হাজারী সেনগ্রাম, নয়াগাতি, বারগাতি, এছাড়া ফতেপুর, চিকনাগুল ও চারিকাটা ইউনিয়নের নিমাঞ্চল প্লাবিত হয়েছে।
কয়েক দিনের টানা বর্ষনের ফলে কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ার কারনে না খেয়ে কোন রকমে বেঁেচ আছে। রাতভর টানা বৃষ্টিতে কয়েক গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলার পাহাড়ী ঢল বিপদ সীমার .৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে পানী বন্দি এলাকায় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের পানি বন্দি এলাকায় পরিদর্শন করতে কিংবা পানি বন্দিদের কাছে ছুটে যেতে দেখা যায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com