এসবিএন নিউজ: জৈন্তাপুর ঊপজেলার চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিদ্যালয় মাঠে অনুুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. আবুল হাসনাত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মাসেদুল হকের পরিচালনায় বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী, ৬নং চিকনাগুল ইউপি চেয়ারম্যান এবিএম জাকারিয়া, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অজয় কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলী আহমদ, পিটিএ কমিটির সভাপতি আকমল হোসেন চৌধুরী, চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধাণ শিক্ষক রাশেদা বেগম, সিনিয়র শিক্ষক ইউনুস মিয়া, ফয়জুল ইসলাম, নুরুল হক, মাও. মো. আজির উদ্দিন চৌধুরী, মনিমালা দেবী, সুধাংশু বিশ্বাস, অরবিন্দু দে, আমিনুর রশিদ, আনিসুল হক, সাজেদুল করিম, কামাল আহমদ, আছিয়া আক্তার, ফখর আহমদ ও ইউনুছ মিয়া প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন