জোড়া কবুতর

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২২

জোড়া কবুতর

জেসমীন নূর প্রিয়াংকা

 

হৃদয় মাঝে ছোট কথা
গুনগুনিয়ে বলা।
বাকুম বাকুম শব্দগুলো
নতুন ছলা কলা।

মনের কথা চোখের মাঝে
শব্দ করে হাসে।
পানকৌড়ি টাপুর টুপুর
ঝিলের জলে ভাসে।

দূর আকাশে চিল তখন
দৃষ্টি দিয়ে ডাকে।
শুন্য ভূমি উজাড় করে
থাকে বাঁকে বাঁকে।

বাতাস বলে ধূলির সাথে
চল যাই দূরে।
গাছের পাতা সাওয়ার হয়
শনশন করে।

আলো আঁধার মিলে খেলছে
নিয়নেরই খেলা।
প্রকৃতি সাথে করে কাছে
আসার মেলা।

দুর্বা ঘাসে চুমু খেতে
হোঁচট খেতে হয়।
রেফারির লাল কার্ড
বিপক্ষকে দেয়।

নতুন সৃষ্টির আনন্দেতে
মাতোয়ারা যারা।
দৃঢ়তা তৈরি করে অন্য
কোন প্যারা।

পাতার বাঁশি লজ্জাবতী
ছুয়ে ছুয়ে যাওয়া।
টুনটুনির ছোট ঘরে
পদ্মা পারের হাওয়া।

জোড়া সাথে হাঁটতে হলে
মনটা জোড়া চাই।
কাক পাখির জোড়ার সাথে
অন্য জোড়া নাই।

একটু হাসি একটু কান্না
ভালোবাসার বন্যা।
রোদ বৃষ্টি আকাশে মৃদু
হাওয়ায় কন্যা।