জ্ঞান ও প্রযুক্তি এখন থেকে রপ্তানি করা হবে :শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

জ্ঞান ও প্রযুক্তি  এখন থেকে রপ্তানি করা হবে :শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞান ও প্রযুক্তি আমদানি নয়, এখন থেকে রপ্তানি করা হবে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগের অর্জন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘দেশের শিক্ষার উন্নয়ন তরান্বিত হচ্ছে। আমরা জ্ঞান ও প্রযুক্তি আমদানি নয়, এখন থেকে রপ্তানি করব। নতুন প্রজন্ম মেধার দিক থেকে দরিদ্র নয়। তাদেরকে বিশ্বমানের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হচ্ছে। যাতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমরা অনুকরণীয় হতে পারি।’
বিশ্ববিদ্যালয়ই হবে জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, একটি সুন্দর দেশ গড়তে সরকার নতুন প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও বিশ্বমানের করে গড়ে তুলতে বদ্ধপরিকর। এ লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড.মো.আবুল কাশেম।
প্রবন্ধে বলা হয়, দেশের প্রায় ৯৬ শতাংশ শিশুকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির হার ৫১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬২ শতাংশ। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তির হার ৩৩ থেকে বেড়ে হয়েছে ৪৪ শতাংশ।
এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দারিদ্রপীড়িত জনসংখ্যার সিংহভাগ শিশুদের উপস্থিতি বেড়েছে স্কুল ফিডিং কর্মসূচির কারণে। দেশের ৭২টি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে এই কর্মসূচি চলছে।
প্রবন্ধে আরও বলা হয়, উন্নয়নের ধারাবাহিকতায় মাধ্যমিক স্তরে শিক্ষাগ্রহণে কন্যা শিশু এগিয়ে রয়েছে। বিশ্বের মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের অংশগ্রহণ ৪৯ভাগ। বাংলাদেশে মোট শিক্ষার্থীর ৫০ দশমিক ৩৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ৫২ শতাংশই ছাত্রী।
কারিগরি শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, কারিগরি শিক্ষায় শিক্ষার্থী এনরোলমেন্ট বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় ১ শতাংশের নিচে ছিল, যা বর্তমানে ১৪ শতাংশে উন্নীত হয়েছে। ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ২০ শতাংশ এনরোলমেন্টের লক্ষ্যমাত্রা অর্জনে ডিপ্লোমা কোর্স আসন সংখ্যা ২৫ হাজার থেকে ৪৮ হাজারে বৃদ্ধি করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষায় সরকারের অর্জনও কম নয় জানিয়ে বলা হয়, ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর মাদ্রাসা এডুকেশন’ প্রকল্পের আওতায় ২৮১টি মাদ্রাসায় কারিগরী শিক্ষা কোর্স চালু করা হয়েছে। ৩৫টি মাদ্রাসাকে আইসিটি ল্যাবসহ মডেল মাদ্রাসা হিসেবে উন্নত ও আধুনিক শিক্ষা নিশ্চিত এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন ও মর্যাদার ক্ষেত্রে সমতা আনা হয়েছে। স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা অধিদফতর স্থাপন করা হয়েছে। এ অধিদফতরের মাধ্যমে ১৭ হাজার ৯০৭ টি মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা হয়েছে।
প্রবন্ধে বলা হয়, বর্তমান সরকার প্রথম ১২ টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে উদ্যোগী হয়। একই সময়ে বেসরকারি খাতে ৪২টি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বর্তমানে ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ৯৫টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ৩টি স্থাপিত হয়েছে। ২ হাজার ৬৫ কোটি টাকার উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশে ‘রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা প্রণোদনা প্রদানের লক্ষ্যে প্রকল্প সংখ্যা ৪৯৭ থেকে ১ হাজার ২৮২তে উন্নীত করেছে।
উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930