১লা মার্চ ২০২১ ইং | ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৯
-কোহিনূর আক্তার
আমি তো বলিনি তোমরা আমায় মনে রাখো ,
একটু ভালোবেসে আমায় কাছে ডাকো
আমি তো চাইনি কারো ফুলদানিতে কৃত্রিম ফুল হয়ে
ভালোবাসার ছায়া নিতে !
জীবন ভিটাই দুখের মনটা বসবাস করে
সেখানে আঁধার রাতে ছোট্ট প্রদীপ জ্বলে ।
ভাঙা খাটে আঁধখানা মাদুর চাটাই
তাতেই আমার স্বর্গ আটাই
উঠানের বকুল গাছটায় আগের মতো ফুল আসে না
তবুও দু একটা ফুল দুয়োর ভাঙা ঘরে ঝরঝরে পরে ।
আমি তো বলিনি আমায় ভালোবাসো !
আমায় মনে রাখো।
লাল মাটির পুকুর পাড়ে
আমার কবিতার সুর উঠে ছেঁড়া তারে
ঘাট ভাঙা পুকুরে
স্নান হয় নিত্য দুপুরে
অগোছালো ঘরে বিছানায় ও মেঝেতে কয়েকটা
শুকনো পাতা আমার সাথে রোজ দেখা ,
মাঝে মাঝে চিরুনিটা লুকিয়ে পড়ে
একই জামা পরতে পরতে রঙটা চলে গেছে কবে
আমার লেখা পাণ্ডুলিপি আমারই সাথে ঘুমায়
আবার আমারই সাথে জাগে ।
এইতো আছি অনেক আছি ,দুঃখ কিসে বাজে
আমি কখোনো ভাবিনা গগন আলো আমার দুয়ারে
আসুক ,
চাঁদের আলো আমায় দেখে হাসুক ,
আমি কখনো চাইনি কেউ আমাকে মনে রাখুক
কেউ আমাকে কাছে ডাকুক
কেউ নিবিড় করে আমায় ভালোবাসুক !
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766