২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৫
এসএনবিডেস্ককঃনাশকতার আশঙ্কায় ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ পুলিশের ডিএসবি কন্ট্রোল রুম সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৩ জন, শৈলকূপা থেকে ৬ জন, মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ২ জন এবং হরিণাকুন্ডু ও কালীগঞ্জ উপজেলা থেকে ১ জন করে গ্রেফতার করা হয়েছে।এদের মধ্যে জামায়াত কর্মীরা হলো, রোকন আব্দুল হামিদ (৪৮)ও জামায়াত কর্মী তরিকুল ইসলাম (৪৫)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় এদের গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Copyright Daily Inqilab
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766