১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
এসবিএন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রী দু’জনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একজন বাদ পড়লে নির্বাচন করবেন অন্যজন। এরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা বিএনপির মনোনিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান ও তার স্ত্রী রাজিয়া সুলতানা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম জানান, শৈলকুপায় মেয়র পদে মোট ৫ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী মো. খলিলুর রহমান ও তার স্ত্রী রাজিয়া সুলতানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির প্রার্থী খলিলুর রহমান সাংবাদিকদের জানান, তার নিজের আইনগত ঝামেলা থাকায় বিকল্প হিসেবে স্ত্রী রাজিয়া সুলতানা মনোয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু যাচাই-বাছাই শেষে বৈধ হলে তার স্ত্রী মনোয়নপত্র প্রত্যাহার করবেন। স্ত্রী রাজিয়া সুলতানা জানান, সময়ের সিদ্ধান্ত সময়েই নেয়া হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766