এসবিএন ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী মিলগেট এলাকায় একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, ভোররাত ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার মো. দেলোয়ার হোসেনের তুলা তৈরির কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কারখানাটিতে থাকা তুলা তৈরির ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন