এসবিএন ডেস্ক: ঢাকা গাজীপুরের পূবাইলে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি টায়ার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের অফিসার হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংবাদটি শেয়ার করুন