১৮ই জানুয়ারি ২০২১ ইং | ৪ঠা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬
এসবিএন ডেস্ক: ঘটনাটা সত্যিই বিস্মিত হওয়ার মতো। টিউবওয়েলের পানিতে স্নান করে মাথা থেকে চুল উধাও হয়ে গেছে গোটা পরিবারের। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, বিহারের মাধুবনী জেলার বাসিন্দা মহম্মদ হাসিমের পরিবার রোজই স্নান করতেন বাড়ির পাশের টিউবওয়েলের পানিতে। শুধু হাসিমের পরিবার একা নয়, আশপাশের অনেক পরিবারই এই টিউবওয়েলের পানি ব্যবহার করতেন। কিন্তু হঠাৎ করেই হাসিমের পরিবারের সবারই মাথার চুল পড়ে যায়। আর এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসী।
মহম্মদ হাসিমের কথায়, টিউবওয়েলের জলে স্নান করার পর হঠাৎ তার স্ত্রী ও ২ সন্তানের মাথা চুলকাতে থাকে। যত চুলকায় ততই চুল পড়ে। কে কাকে সামলায় তখন? সবারই চুল পড়তে থাকে। অবিশ্বাস্যভাবে সব চুল পড়ে এখন টাকে পরিণত হয়েছে গোটা পরিবারের।
চিকিৎসকও এই রহস্যের সমাধান করে উঠতে পারেননি। পরিবারের অভিযোগে টিউবওয়েলটিকে সিল করে দেয় স্থানীয় প্রশাসন। অন্যদিকে নতুন টিউবওয়েল বসানোর আশ্বাসও দেওয়া হয় গ্রামবাসীদের।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766