২৪শে জানুয়ারি ২০২১ ইং | ১০ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৬
এসবিএন ষ্টাফ রিপোর্টারঃ সিলেটের টিলাগড় ইকোপার্ক থেকে আনুমানিক (২০) বছর বয়সী মিতু নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ।
রবিবার রাত অনুমান ৮টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে সরকারী হাস-মুরগির খামারের পশ্চিম গেইটের ড্রেইনের উপর লাশটি পড়েছিল।
মেয়ে’টির কোন আত্নীয় স্বজন না পাওয়ায় লাওয়ারিশভাবে লাশটিকে মানিকপীর (রঃ) টিলায় দাফন করা হয়েছে। তাছাড়া সাথী (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে মেয়েটিকে হত্যার কথা শিকার করেছে।
শাহপরান থানায় ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যার নং- ১০, তারিখ ২০/৩/১৫ইং।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন-অর-রশিদ মাসুদ সিলেট বাংলা নিউজ’কে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মেয়ে’টি পতিতাবৃত্তির সাথে জড়িত ছিল এবং মেয়ে’টিকে ক্রিকেটের ষ্টাম্প দিয়ে মাথায় আঘাত করা হয়েছে এবং অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার জন্য প্রস্তুতি চলছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766