২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
এসবিএন ডেস্ক: রুমানা আহমেদের দুর্দান্ত বোলিংয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে ৩১ রানের জয় পেল বাংলাদেশ নারী দল। আর এ জয়ের ফলে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা। ফাইনালের দু’দলই বিশ্বকাপে খেলবে।
বাংলাদেশ নারী দলের ৯০ রানের স্বল্প টার্গেটের পরও ম্যাচে কোন প্রভাব ফেলতে পারেনি জিম্বাবুয়ে নারীরা। টাইগ্রেস স্পিনারদের অসাধারণ ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বিপক্ষরা শেষ পর্যন্ত ১৯.১ বলে ৫৮ রানে অলআউট হয়ে যায়।
দলের হয়ে দুই অঙ্কের ঘরে পৌছানো একমাত্র ব্যাটসম্যান পেল্লাগিয়া মুজামি (১০)। এছাড়া সমান ১০ রান আসে অতিরিক্ত‘র খাতা থেকে।
বাংলাদেশের লেগস্পিনার রুমানা একাই তুলে নেন ক্যারিয়ার সেরা চার উইকেট। এছাড়া আরেক লেগস্পিনার ফাহিমা খাতুন ও অফস্পিনার শাইলা শারমিন নেন সমান দুটি করে উইকেট।
এরআগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ নারীরা। দলীয় ১০ রানের মাথায় হারায় আয়শা রহমান, শাইলা ও রুমানার উইকেট। তবে চতুর্থ উইকেট জুটিতে ফারজানা হকের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শারমিন আকতার।
কিন্তু শারমিন (২২) ও ফারজানা (৪৩) দু’জনই রান আউট হলে ৮৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। রিতু মনি নয় ও অধিনায়ক জাহানারা ২ রানে অপরাজিত থাকেন। ফারজানা ৪৩ বলে চারটি চারের সাহায্যে সমান ৪৩ রান করেন। নিজেদের ইনিংসে বাংলাদেশ পাঁচটি উইকেট হারায়। শেষ পর্যন্ত ৮৯ রানে থামে দলটির ইনিংস। এরআগে গ্রপর্বের ম্যাচে বাংলাদেশ নারীরা থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766