তাফহীমুল আনাম:
কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফের দুই পুরুষ-মহিলাকে গ্রেফতার করেছে।
সূত্রে জানা যায় , গত ২৬ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ায় জনৈক মজুন নানার ভাড়া ঘরে অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার ইমাম শরীফের মেয়ে সনজিদা বেগম (৩৪) কে আটক করে। পরে আটককৃত মহিলার দেহ ও তার ভাড়া বসত ঘর তল্লাশী করে ৬ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে রাত পৌঁনে ৭ টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া কলেজ গেইটের বিপরীত পাশে মেসার্স নূরুল আলম এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট অভিযান চালিয়ে টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার সোলতান আহমদের পুত্র জাহিদ হোসেন (২২) কে গ্রেফতার করে।
আটক ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ২৮হাজার ৩শ ৮০পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান,পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ ও উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন