কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফ সাবরাং এলাকায় মদ সহ যুবক আটক।
আটক মোহাম্মদ আরাফাত(১৯) সাবরাং পুরান পাড়া এলাকার আবুল কালামের ছেলে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান,গোপন সংবাদে ভিত্তিতে সাবরাং পুরান ৬ নম্বর এলাকার আবুল কালামের বসতঘরের সামনে থেকে অভিযান চালিয়ে ১১ টি বিদশী মদ সহ আরাফাত নামে এক যুবকে আটক করা হয়েছে।
আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে টেকনাফ সহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন