সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দল এই প্রথমবারের মতো ভারতে একটি টেস্ট ম্যাচ খেলতে সফরে যাচ্ছে চলতি বছরের আগস্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবিসি বাংলাকে জানিয়েছে, এই সফর মোটামুটি নিশ্চিত।
এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস। জালাল ইউনুস বলেছেন- আগস্ট মাসে আবহাওয়া কেমন থাকে তার ওপর নির্ভর করবে কোন শহরে টেস্ট ম্যাচটি হবে।
তবে টেস্ট ম্যাচের সাথে সীমিত ওভারের সিরিজও থাকবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান তিনি। বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পাবার পর প্রথম টেস্ট ম্যাচটি খেলতে ভারতই বাংলাদেশ সফর করেছিল।
এরপর গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট দল কোনও দ্বিপাক্ষিক সফরে ভারতে আমন্ত্রিত হয়নি। বিবিসি।
সংবাদটি শেয়ার করুন