দিলারা হাফিজ
গোপন এক ব্যাগে কত শত তার ভিজিটিং কার্ড,
যার কিছু মাত্র আজ আর অপরিহার্য নয়।
টিকটিকির ডিমের মতো ফেলে যাওয়া
হাতে লেখা তার ফোন নম্বর,
কারুর বা বাড়ির ও অফিসের ঠিকানা
খুব যত্ন করে রেখেছিলো সে নিজস্ব ডেরায়
কে জানে কখন কোন কাজে পড়ে দরকার—কাকে?
কিংবা যোগসূত্রের মায়াটুকু ছিলো তার অতল অনুভবে—
কে জানে?
আমিও তো ধরে আছি স্মৃতির বিচূর্ণ কত টুকরো কাগজ।
আহা,জীবন—কত কিছু শেখায় আমাদের,
শুধু সন্ন্যাস শেখাতে পারে না।
২২/৬/২৩
নর্দান ক্যাফে, ধানমণ্ডি
ঢাকা
সংবাদটি শেয়ার করুন