৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৬
এসবিএন ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা ক্রমশ: শক্তিশালী হয়ে ওঠছে। এ অবস্থায় অভ্যন্তরীণ মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ডলার ক্রয় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাজার থেকে ৭৮ টাকা ৫০ পয়সা দরে আড়াই কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এক মাস আগে এ দর ছিল ৭৮ টাকা ৯৫ পয়সা।
এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট ২১৬ কোটি ডলার কিনেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ”রপ্তানি আয় এবং রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানিতে খরচ কমে যাওয়াতেও ডলার সরবরাহ বেড়েছে। এ কারণে মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনা হচ্ছে।”
গত ৩০ নভেম্বর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ১ ডলার কিনতে ৭৮ টাকা ৯৫ পয়সা লাগত। সোমবার লেগেছে ৭৮ টাকা ৫০ পয়সা। অর্থ্যাৎ এক মাসে প্রতি ডলারের বিপরীতে টাকার দর ৪৫ পয়সা বেড়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com