সাদিয়া নাজিব
ভিজে যাচ্ছিল চৌরাসিয়ার বাঁশি
গুচ্ছ গুচ্ছ গোলাপ ক্রন্দনে,
প্রলয় খুঁজছিল অন্তর
ইস্রাফিল ইস্রাফিল!
উড়ন্ত ছাইয়ে ইহজাগতিকতা
শেষ অংকে শূন্য ঝুলি।
আর্কটিক থেকে এন্টার্টিকা
হ্যামলিন থেকে জাহাহাঙ্গিরাবাদ
ফুটছে শুধু ক্রন্দন গোলাপ।
সুরের আহাজারি পাতাল থেকে আরশ
করছে মুহুর্মুহু প্রতিঘাত
ছদ্মবেশী বাঁশীওয়ালার মোহনীয় ইন্দ্রজাল
করছে হৃদয় পরশ।
ফেরাও আমাদের উত্তরাধিকার
এই অন্ধকার সুরঙ্গ থেকে
ভেসে যাক সব অভিশাপ
বাজাও বাঁশি হরিপ্রসাদ, আর নয় ক্রন্দন গোলাপ।
আজ প্রলয় খুঁজছে অন্তর
ইস্রাফিল ইস্রাফিল!
সংবাদটি শেয়ার করুন