১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২১
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি ‘রক্ত’ সিনেমায় ‘আমি ডানা কাটা পরী’ গানে কোমর দুলিয়ে ঝড় তুলেছিলেন। সেই থেকে অনেকে ‘ডানাকাটা পরী’ নামে ডাকেন এই চিত্রনায়িকাকে। সেই ডানাকাটা পরীর আজ সত্যিই ডানা না থাকার আক্ষেপ হচ্ছে।
সেই আক্ষেপের কারণ, আজ ঢাকার স্টার সিনেপ্লেক্সে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে আর কলকাতায় ডাক্তারের চেম্বারে আছেন পরী। নিজের সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পেরে পরীর ডানা না থাকার আক্ষেপ!
এক ফেসবুক স্ট্যাটাসে পরী লিখেছেন, ‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ কী দারুণ হতো ব্যাপারটা! সকাল নয়টা থেকে রেগুলার চেকআপে এই ডক্টর থেকে ওই ডক্টরের চেম্বারে। আমার শহর থেকে শত শত মাইল দূরের শহর কলকাতায়। কাল সকাল থেকে করতে হবে আরও একগাদা টেস্ট। পাখি হলে ঠিক সন্ধার আগে আগে উড়াল দিতাম আমি। কোনো কিছুই আমাকে বেঁধে রাখতে পারত না। ঘণ্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে। স্ফুলিঙ্গের প্রিমিয়ারে।’
এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘একসাথে সবাই মিলে দেখতাম আমাদের স্ফুলিঙ্গ টিমের এত মায়া এত যত্নে বানানো গল্পটা। প্রিয় মানুষদের সাথে সেলফি, সিনেপ্লেক্সের পপকর্নের সাথে কফি, স্পটলাইটে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে একের পর এক ইন্টারভিউ সেশন আর এত গুণী একজন পরিচালকের দোয়া। সব কিছু মিস করব আমি আজ। শুধু ইচ্ছে হলেই পাখি হয়ে যেতে না পারার অপারগতায়।’
অনেকটা আক্ষেপের সুরে পরী লিখেছেন, ‘আজ শুধু দুটো ডানা নেই বলে, হুম। আমি উড়ে যেতে পারলাম না, তবু আমার মনটা ঠিক সন্ধা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে স্ফুলিঙ্গের প্রিমিয়ারে। একটু লক্ষ করলেই আমাকে দেখতে পাবেন আপনারা। ওই খুব তাড়াহুড়ো করে সিনেপ্লেক্সের এক কোনায় গিয়ে বসল যে পাখিটা, ওটাই তো আমি। আপনাদের পরী।’
স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের আলোচিত নির্মাতা তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরী মণি, আবুল হায়াত মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলাসহ অনেকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সিনেমাটি প্রযোজনা করছে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766