৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫
এসবিএন ডেস্ক:
ডারবানে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হয়েছে। প্রথম দিনেই বৃষ্টির কারনে লাঞ্চের আগে প্রথম শেসনে মাত্র ৬.১ ওভার খেলা সম্ভব হয়। টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায় হাশিস আমলা প্রথমে ফিল্ডিং করার সিন্ধন্ত নেন। নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে খেলা শুরু হয়। মাত্র ৬.১ ওভারে পর আবার খেলা বন্ধ হয়ে যায়। এই সময় ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ১২ রান। অধিনায়ক এলিস্টার কুক শূন্য রানে স্টেইনের বলে আউট হয়। আপাত দৃষ্টিতে মনে হয় অধিনায়ক হাশিম আমলার সিন্ধান্ত সঠিক।
দুই দেশের জন্য এই টেস্ট বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট বিরিজ হারলেও একদিনের ম্যাচ ও টি-২০ সিরিজ জিতে। অপর দিকে দক্ষিণ আফ্রিকাও সদ্যসমাপ্ত ভারত সফরে টেস্ট সিরিজ হারলেও একদিনের ম্যাচ ও টি-২০ সিরিজ জয়লাভ করে। তাই এই টেস্ট সিরিজ জিততে চায় দুই দল। দেখ্রা বিষয় বৃষ্টিবিঘিœত ম্যাচ ফলাফর আসে কি না।
লাঞ্চের পর ইংল্যান্ড আরও এক উইকেট হারিয়েছে। ৮ ওভারে তাদের রান ২ উইকেটে ১৯ রান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com