২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮
মেরিনা সঈদ
যা কিছু দেখা যায়
তা সর্বদা সত্যি হয় না।
তেমনি না দেখা অনেক সত্যি থাকে
অনেক কথা যেমন বলা যায় না
অনেক সত্য যেমন গোপন রাখতে হয়
আমার লেখাও তেমনি কোন এক জায়গায় পড়ে থাকে
হয়তোবা কোন কোন সময়
তার ঠাঁই হয় ডাস্টবিনে।
দুঃখকে ভয় পেলেই ‘দুঃখ’
অনবরত ভয় দেখায়।
আমি আপাতত রোগী
তবে পাগলের মতন সংলাপ বকি না বকবো না
মানসিক দিক থেকে চরম রোগী হলেও
সত্যকে সত্য জ্ঞাণ বলে ধরে নেয়ার প্রবল ক্ষমতা এখনো আছে
পরে থাকবে কিনা জানি না
বিবর্তনের সাথে
আমিও বিবর্তিত হবো বৈকি!
ছুটছে- তো – ছুটছে প্লাবন
সপ্তাহে অন্তত সাতটি লিখি চিঠি।
আমার লেখা কেন পোস্ট করা যায়না?
লিখতে বসলেই সত্যের ন্যায়
মিথ্যের পাহাড় এসে
আমাকে ঢেকে দেয়।
আগেই বলেছি আমি এখনো সত্য-মিথ্যা
বোঝার জ্ঞাণ আমার অবলুপ্ত হয়নি।
তাই মিথ্যের ফুলঝুরিতে
সাজিয়ে বিক্রি করার
মননবিদ্যা এখনো বাকি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766