কামরুজ্জামান হিমু
নিয়মিত শরীরচর্চা ও সঠিক খাদ্যাভাসকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর উপায় বলে বর্ণনা করেছেন তথ্যসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে হলিস্টিক হেলথ কেয়ার সেন্টারে ‘৭২ ঘন্টায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ’ কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন ডায়াবেটিস এখন আর প্রাণঘাতী কোন রোগ নয়, বরং ডায়াবেটিস আক্রান্তরা সুনিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে দীর্ঘায়ূ লাভ করতে পারেন।
হলিস্টিক হেলথ কেয়ার সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস সভাপতির বক্তৃতা ইনসুলিন ছাড়াই শরীরচর্চা ও সঠিক খাদ্যাভাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিদেশে সুনিয়ন্ত্রিত জীবনের পরামর্শ দিতে চিকিৎসকেরা বিপুল পরিমাণ অর্থ নেন। কিন্তু বাংলাদেশে নামমাত্র মূল্যেই সে পরামর্শ পাওয়া সম্ভব। তবে এই ব্যবস্থার প্রসারের জন্য প্রয়োজন ব্যাপক প্রচারণা।
তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সভায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ ডায়াবেটিস বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com