উৎফল বড়ুয়া, সিলেট.
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ স্বগীয় মৃনাল কান্তি রায় ও রত্নগর্ভা মাতা শ্রীমতি শান্তি রায়’র কনিষ্ঠ সন্তান, সিলেট সিভিল সার্জন অফিসে কর্মরত মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়’র ছোট ভাই ডা. দীপংকর রায় সাথে তিতলী ধর’র শুভ বিবাহ সম্পন্ন।
শনিবার ২০ মে ২০২৩ বিবাহ ও ২৩ মে মঙ্গলবার সিলেট মহানগরীর বৈরাতী কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর পক্ষ থেকে নব দম্পতির জীবনের পূর্ণতার এ শুভলগ্নে তোমাদের জানাই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
নিজ সত্তার প্রতীক পুরুষ, সেই তো নারীর স্বামী তারই জীবন সাথী নারী, ধর্ম-অনুগামী। তোমাদের এই মধুর মিলনে আমরা সবাই খুশি, সুন্দর সফল ও আনন্দময় হউক, ফুলে ফুলে ভরে উঠুক, তোমাদের দু’জনের আগামী পথচলার দিনগুলো।
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, বরনময় চাকমা, অধ্যাপক বরন চৌধুরী, তপন মহাজন, তপতী বড়ুয়া, রমা বড়ুয়া, সভাপতি উৎফল বড়ুয়া, সহ সভাপতি লিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া সহ অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা.তুহিন বড়ুয়া তমাল, দীপান্বিতা বড়ুয়া জয়ী, টিনা বড়ুয়া, টুম্পা বড়ুয়া প্রমুখ।
মঙ্গলময় অনুষ্ঠান আরো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন