বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’র (বিওএমএ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ ও অনলাইন গণমাধ্যম’ এর উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এক সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্রষ্টা। প্রধানমন্ত্রী অবাস্তবকে বাস্তবে রূপ দিয়েছেন, তিনি উন্নয়নের রূপকার। ডিজিটাল বাংলাদেশ ও অনলাইন গণমাধ্যমে প্রধানমন্ত্রীর ভূমিকা অতুলনীয়। বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’র (বিওএমএ) খুব দ্রুত এগিয়ে চলেছে। বিওএমএ’র সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী এমপি, কিরগিজ প্রজাতন্ত্রের অনারারী কনস্যুল জেনারেল কাজী শামসুল হক, গ্রামীণ ফোনের ডেপুটি সিইও ইয়াসীর আজমান, রিহাবের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী সরদার আমিন এবং উত্তরা প্যাসিফিক ক্লাবের সভাপতি হারুনুর রশিদ।
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ ও অনলাইন গণমাধ্যম শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বিওএমএ’র সাধারণ সম্পাদক সৌমিত্র দেব।
অনুষ্ঠানে প্রথমবারের মত ‘বিওএমএ পদক’ প্রদান করা হয়। পরবর্তী বছর থেকে এ ধারাটি অব্যাহত থাকবে বলে জানান, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’র কর্তৃপক্ষ। পদকপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধেপ্রয়াত মন্ত্রী সৈয়দ মহসিন আলী (মরণোত্তর), সাংবাদিকতায় প্রয়াত সালেহ চৌধুরী (মরণোত্তর), চিকিৎসায় অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, আন্তর্জাতিক ক্ষেত্রে কিরগিজ প্রজাতন্ত্রের অনারী কনস্যুল জেনারেল কাজী শামসুল হক, স্থানীয় সরকারে মৌলভী বাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও ফরিদপুরের মধুখালী পৌরসভার মেয়র মোরশেদ রহমান লিমন, সাহিত্যে প্রকৌশলী সরদার আমিন এবং সমাজসেবায় উত্তরা প্যাসিফিক ক্লাবের সভাপতি জনাব হারুনুরর রশিদ।
সৈয়দ মহসিন আলী’র পক্ষে মরণোত্তর পদক গ্রহন করেন তার মেয়ে ‘সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন এবং সালেহ চৌধুরী’র পক্ষে মরণোত্তর পদক গ্রহণ করেন তার ছেলে গ্রামীণ ফোনের ডেপুটি সিইও ইয়াসীর আজমান।
সংবাদটি শেয়ার করুন