৮ই মার্চ ২০২১ ইং | ২৩শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৫
এসবিএন ডেস্ক:
সাভারে একটি ডোবা থেকে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার কেন্দ্রিয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সামনের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ রবিবার দুপুরের দিকে ব্যাংক টাউন এলাকার কেন্দ্রিয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সামনের একটি ডোবায় কচুরিপানার কাজ করছিলেন কয়েকজন স্থানীয়। এসময় তারা ওই কচুরিপানার নিচে একটি শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অন্য কোথাও হত্যার পর লাশটি গুম করার জন্য এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766