ঢাকা ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ডোমারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

redtimes.com,bd
প্রকাশিত জুন ১৩, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ
ডোমারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে স্ত্রী মেঘনা রানী রায়কে (৩৫) গলা টিপে হত্যার অভিযোগে স্বামী নির্মল চন্দ্র রায়কে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটলে দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে আটিয়াবাড়ি গ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে নির্মল চন্দ্র রায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তার শয়ন কক্ষে স্ত্রী মেঘনা রানী রায়কে গলা টিপে হত্যা করেন। খবর পেয়ে ডোমার থানা পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় আসামী নির্মল চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত মেঘনা রানী রায় একই উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া গ্রামের শচীন চন্দ্র রায়ের মেয়ে। ১৫ বছর আগে নির্মল চন্দ্র রায়ের সাথে বিয়ে হয় তার।
নিহতের ফুফাতো ভাই প্রহল্লাদ চন্দ্র রায় (৪২) অভিযোগ করে বলেন, ‘মেঘনা রানী রায় আমার মামাতো বোন। নির্মল চন্দ্র রায় প্রায় দুই আড়াই বছর আগে পঞ্চগড়ের বাংলাবান্ধায় দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকে মেঘনা রানী রায়ের উপর নানাভাবে নির্যাতন শুরু করে। এর আগে আমি একবার শালিস করেছি। এমন নির্যাতনের অংশে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, ‘অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এঘটনায় নিহতের বড়ভাই লক্ষণ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031