২৬শে জানুয়ারি ২০২১ ইং | ১২ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৬
এসবিএন নিউজ, সৌদিআরব থেকে: বিএনপি‘র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. আর. এ. গণির মৃত্যুতে সৌদিআরব বিএনপির উদ্দোগে ২১ জানুয়ারী সৌদিআরবের প্রানকেন্দ্র জেদ্দায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সৌদিআরব বিএনপির আহবায়ক আহমদ আলী মুকিবের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ও বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দীন, মো. হারুন, শাহ আলম, অাব্দুল মান্নান, নূরুল আমিন, সেলিম রেজা, লুৎফুর রহমান, বেলায়েত হুসেন, জিয়াউর রহমান, সেখ মোস্তাক আহমেদ, মিন্টু, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম ও আফছার আহমেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সৌদিআরব বিএনপির আহবায়ক আহমদ আলী মুকিব বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত বিনয়ী ছিলেন ড. আর. এ. গণি। তাঁর মৃত্যুতে দলে তথা জাতীয় রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা পূরন হবার নয়। দেশের এই ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে গনতন্ত্র পুর্নরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766