৩১শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
অনলাইন ডেস্ক
ভুটান সরকারের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ড. তান্ডি দর্জি, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং দেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ড. তান্ডি দর্জি সম্প্রতি ড. মোমেনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আমাদের উভয় দেশের মধ্যে অব্যাহত পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ থাকায় একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রয়েছে।
তিনি অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বন্ধুত্বের এই বন্ধন আগামী বছরগুলোতে আরও দৃঢ় হবে।
ড. তান্ডি দর্জি বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com