২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬
এসবিএন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে সফররত রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল এসেম্বেলির ডেপুটি স্পিকার জিয়ং কেব উনের নেতৃত্বে চার সদস্যের সংসদীয় প্রতিনিধিদল রবিবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে কোরিয়ার ডেপুটি স্পিকার বলেন, কোরিয়ান বহু সংখ্যক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। বাংলাদেশ সরকার এ সকল বিনিয়োগকারীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। তিনি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কোরিয়ার ন্যাশনাল এসেম্বেলির ডেপুটি স্পিকার জিয়ং কেব উনের আরো বলেন, কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। এ সম্পর্ককে সমৃদ্ধ করে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়নের অংশীদার। তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধিদলের এ সাক্ষাৎকে দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিতে আরো অবদান রাখবে। তিনি কোরিয়ান বিনিয়োগকারীদেরকে আরো অধিক বিনিয়োগের জন্য সার্বিক সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন।পরে কোরিয়ার ডেপুটি স্পিকার সে দেশের স্পিকারের একটি আমন্ত্রণপত্র বাংলাদেশের স্পিকারের হাতে হস্তান্তর করেন।
এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল এসেম্বেলির সদস্য চুই ইয়ং হুন ও শুন ইন চুন এবং রাষ্ট্রদূত অন সুয়ং ডু উপস্থিত ছিলেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766