সদরুল আইনঃ
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মেদ। দুই দিনের সফরে তিনি ১ জুলাই ঢাকা আসবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার (২৭ জুন) বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং এ ধরনের সফরের মাধ্যমে তার প্রতিফলন ঘটছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ অন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে আমিনা মোহাম্মেদের।
এ ছাড়া মোংলা অঞ্চলে পানি বিষয়ক একটি প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে তার। ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ নিয়েও একটি বক্তৃতা দেবেন তিনি বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে গত সপ্তাহে জাতিসংঘের দুই জন আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা ঘুরে গেছেন।
সংবাদটি শেয়ার করুন