সদরুল আইনঃ
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) পৌনে এগারটা নাগাদ ৪ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
এর উৎপত্তিস্থল সিলেট থেকে ২৩ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
চলতি বছরের ৫ মে (শুক্রবার) ভোরে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।
এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঢাকা ও সিলেটের অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূ-কম্পন অনুভূত হওয়ার কথা লিখেছেন।
সংবাদটি শেয়ার করুন