এসবিএন ডেস্ক: ঢাকায় কর্মরত পাবনা জেলার সাংবাদিকদের সংগঠন-পাবনা সাংবাদিক ফোরামের (পিজেএফ) ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকের সম্মতিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুজ্জামান কামালকে আহবায়ক করে ৭ সদস্যের কমিটি চুড়ান্ত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- দৈনিক আমাদের সময়ের সহকারী সম্পাদক ও অনলাইন প্রধান ওয়াশিকুর রহমান শাহিন, বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মওলা, এশিয়ান টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক তৌহিদ শান্ত, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক নাজমুল হোসেন, প্রিয় ডটকমের জ্যেষ্ঠ সাংবাদিক এম. মিজানুর রহমান সোহেল এবং দীপ্ত টিভির জ্যেষ্ঠ সাংবাদিক তানভীর খন্দকার।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ, বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক মো. আ. বাসেদ মিয়া, বাসসের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক সলিমুল্লাহ সেলিম, নতুন সময় টেলিভিশনের নির্বাহী পরিচালক আহমেদ রাজু, ডি বাংলা টেলিভিশনের পরিচালক সাইদুজ্জামান শাহীন, দৈনিক আলোকিত বাংলাদেশের জ্যেষ্ঠ বিভাগীয় সম্পাদক শওকত রেজা প্রমুখ।
দৈনিক আলোকিত বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন, ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি মো. রেজাউর রহিম, মাইটিভির সংবাদ উপস্থাপক সাঈদ মল্লিক, দৈনিক আমার দেশের জ্যেষ্ঠ সাংবাদিক জাকির হোসেন, ডেইলি এশিয়ান এজের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, ডেইলি সানের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন, মুক্ত আকাশের সম্পাদক মো. শামসুল আলম, দৈনিক মানব জমিনের বিভাগীয় সম্পাদক তরিকুর রহমান সজীব, ডেইলি ইন্ডিপেনডেন্টের স্টাফ রিপোর্টার মো. আল মামুন, বিবার্তা২৪.নেটের উজ্জ্বল গমেজ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আজিজুল হক পার্থ, ডেইলি ঢাকা টাইমস.কমের আরিফুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খায়রুজ্জামান কামাল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com