২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮
ঢাকায় মশার উপদ্রব কমে গেছে দাবি করেছেন দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্বচ্ছ ঢাকা কর্মসূচি সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
মেয়র খোকন বলেন, “আমি বলতে চাই, তুলনামূলকভাবে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশার উপদ্রব কম। ডিএসসিসির বিস্তীর্ণ এলাকাজুড়ে পুরোনো ঢাকা। পুরোনো ঢাকায় মশার উপদ্রব খুব কম, খুব কম এবং খুব কম।”
মশা নিয়ে ঢাকার বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। নগরবাসীর এসব অভিযোগের মধ্যে দক্ষিণের মেয়র বিভিন্ন সময় সাংবাদিকদের কাছে একই ধরনের বক্তব্য দিয়েছেন।
নিজের দাবি যাচাইয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে মেয়র বলেন, “আমার কথা বিশ্বাস না হলে আপনারা একদিন আসুন। আমরা কোথাও বসে চা খাই। সেখানে যদি মশা আপনাদের বেশি উৎপাত করে তখন আমাকে বলবেন, আমি ভুল বলেছি কি না।”
জুরাইন, মানিকনগর এবং ধানমণ্ডিতে মশার উপদ্রব রয়েছে স্বীকার করেছেন তিনি । তবে সেতা ‘অসহনীয় পর্যায়ে না’ বলে দাবি করেন মেয়র ।
এবার চিকুনগুনিয়া যেন বিস্তার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
মেয়র জানান, পরিচ্ছন্ন নগরী গড়তে একটি হটলাইন চালু করা হয়েছে। ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে তার বাড়ির আঙিনা বা অন্য কোথাও বর্জ্য দেখলে ফোন করা মাত্রই ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে পৌঁছে যাবে।
নগরবাসী আগামী সাতদিন এ সেবা পাবেন বলে জানান সাঈদ খোকন।
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত স্বচ্ছ ঢাকা অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা চান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি জানান, স্বচ্ছ দিবস উপলক্ষে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগর ভবনের ব্যাংক ফ্লোরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেলা ১১টায় নগর থেকে র্যালি বের হবে। এটি গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব হয়ে আবার নগর ভবনে এসে শেষ হবে।
যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন তাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে পুরস্কৃত করা হবে বলে জানান মেয়র।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com