১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮
ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে পরীক্ষামূলকভাবে আজ সড়কপথে দুটি বাস যাত্রা করেছে। এই যাত্রার নেতৃত্বে রয়েছেন বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া।
বিআরটিসি’র চেয়ারম্যান টেলিফোনে আজ বিকেলে বলেন, ‘নেপালের সাথে সড়কপথে যোগাযোগ স্থাপনের উদ্দেশে আজ আমরা দুটি বাস নিয়ে যাত্রা করেছি। ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি হয়ে কাঠমান্ডু যাবে এ বাস।’
তিনি জানান, তার সঙ্গে প্রতিনিধি দলে ২৫ বাংলাদেশী, ১২ জন ভারতীয়, ছয় নেপালী ও একজন এশীয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকর্তাসহ ৪৪ জন রয়েছেন।
তিনি জানান, সকালে রাজধানীর কমলাপুরের বিআরটিসি টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের দুটি বাস নিয়ে যাত্রা করেছেন। রংপুরে যাত্রা বিরতির পর শিলিগুড়ি হয়ে নেপালের কাঁকরভিটা সীমান্তে মঙ্গলবার অবস্থান করে পরদিন রওয়ানা দিয়ে ২৬ এপ্রিল সকালে কাঠমান্ডু পৌঁছাবেন। এরপর প্রতিনিধি দল কাঠমান্ডুতে একটি বৈঠকে মিলিত হবেন এবং একটি প্রটোকল স্বাক্ষর করবেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766