২৮শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিন ইতিহাস গড়া ইনিংসে সৌম্য সরকার । ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তিতে জহুরুল ইসলামকে নিয়ে গড়েছেন জুটির বিশ্বরেকর্ডও!
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ৩১৭ রান তাড়ায় বিকেএসপিতে মঙ্গলবার উদ্বোধনী জুটিতে জয়ের খুব কাছে চলে যায় আবাহনী। সৌম্য ও জহুরুল প্রথম জুটিতেই তোলেন ৩১২ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি অষ্টম ট্রিপল সেঞ্চুরির উদ্বোধনী জুটি, সব উইকেট মিলিয়ে ১৫তম তিনশ রানের জুটি। কিন্তু রান তাড়ায় ট্রিপল সেঞ্চুরির জুটি লিস্ট ‘এ’ ক্রিকেট দেখল প্রথমবার!
রেকর্ড জুটি গড়ার পথে ১৫৩ বলে অপরাজিত ২০৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি এটি। ডাবল সেঞ্চুরির আগেই আরেকটি রেকর্ডে নাম লেখান সৌম্য। ইনিংসটির পথে ছক্কা মারেন ১৬টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের যেটি এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড।
এক সময় আবাহনীর ১০ উইকেটের জয়কে মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। তবে জয় থেকে ৬ রান দূরে আউট হয়ে যান ১০০ রান করা জহুরুল। তিনশর বেশি রান তাড়ায় ১০ উইকেটে জয়ের অবিশ্বাস্য কীর্তি তাই হাতছানি দিয়েও মিলিয়ে যায় শেষ পর্যন্ত।
সহজেই অনুমেয়, লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি এটিই। যে কোনো উইকেটে সবচেয়ে বড় জুটির আগের রেকর্ড ছিল মাহবুবুল করিম ও ধীমান ঘোষের। ২০০৭ সালে জাতীয় লিগের একদিনের ম্যাচের সংস্করণে রাজশাহী বিভাগের বিপক্ষে তৃতীয় উইকেটে ২৯০ রানের জুটি গড়েছিলেন চট্টগ্রাম বিভাগের এই দুই ব্যাটসম্যান।
ফতুল্লায় সেদিন ম্যাচে হয়েছিল চার সেঞ্চুরি। জুনায়েদ সিদ্দিক ও আনিসুর রহমানের সেঞ্চুরিতে রাজশাহী তুলেছিল ৩২৯ রান। বড় লক্ষ্য তাড়ায় ২২ রানে ২ উইকেট হারালেও শেষ পর্যন্ত চট্টগ্রাম ৪৩ বল বাকি রেখেই জিতে যায় ৪ উইকেটে। ১২১ বলে ১৪৫ রান করেছিলেন মাহবুবুল, ১০০ বলে ১৪৭ ধীমান।
উদ্বোধনী জুটিতে আগের রেকর্ডটি হয়েছিল গত বছর। সেবারও রেকর্ডটি গড়েছিল আবাহনীর দুই জুটি। বিকেএসপির তিন নম্বর মাঠেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক। ৫০ ওভারে সেদিন ৩৯৩ রান তুলেছিল আবাহনী, লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের যা সর্বোচ্চ সংগ্রহ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com