ঢাকা মাদরাসা ই আলিয়ায় তালামীযের কাউন্সিল সমপন্ন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭

ঢাকা মাদরাসা ই আলিয়ায় তালামীযের কাউন্সিল সমপন্ন

 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মাদরাসা ই আলিয়া ঢাকা মহানগর তালামীযের আওতাধীন ২০১৭/১৮ সেশনের কাউন্সিল অধিবিশন শুক্রবার বিকাল ঢাকা মহানগর তালামীযের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সংগঠনের ঢাকা মহনগরের সেক্রেটারি মুজিবুর রহমান।
এতে ফরহাদ আল জুবায়ের কে সভাপতি ও কামিল হোসাইনকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহনগর তালামীযের যুগ্ম সাধারণ সম্পাদক সাফয়ান আহমদ চৌ: মহানগর তালামীয নেতা কামরুল ইসলাম, হাফিজ মো:অমিত হাসান, প্রমুখ :

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930