এসবিএন ডেস্ক: রাজধানীতে ৬৪০৬টি পরিত্যক্ত বাড়ি রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেন, এসব পরিত্যক্ত বাড়ি শুধুমাত্র শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। অন্য কাউকে বরাদ্দ দেওয়ার বিধান নেই।
আজ বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত সংরক্ষিত-৬ আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, রাজধানীতে রাজউকের আওতাধীন এলাকার কম-বেশি ১৫১টি পরিত্যক্ত বাড়ি ও প্লট আছে।
‘আর প্রথমবার নির্বাচিত সব সংসদ সদস্যদের মধ্যে যাদের ঢাকা শহরে কোনো জমি/বাড়ি নেই তাদের অনুকূলে প্লট/বাড়ি বরাদ্দ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই।
তবে রাজউক সম্প্রতি দু’টি নতুন আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রকল্প দু’টি অনুমোদিত হলে প্রথমবার নির্বাচিত সব সংসদ সদস্য প্লট বরাদ্দ চেয়ে আবেদন করলে তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।’
সংবাদটি শেয়ার করুন