ঢাকা- সিলেট মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

ঢাকা- সিলেট মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

 

 

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের ধাক্কায় রবিউল আহমদ (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এঘটনায় চালকের সহযোগী হেলপার আহত হয়েছে। গুরুত্বও আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল অনুমান ৬টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী মাটিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৪৩৪৫) এর পেছন দিক থেকে অপর একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৭৫৭০) ধাক্কা দেয়। এতে মাটি বোঝাই ট্রাকের সম্মুখভাগে দুমড়েমুচড়ে যায়।

 

 

খরব পেয়ে মাধবপুর ফায়ার স্টেশন অফিসার মনতোষ মল্লিকের নেতৃত্বে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে ট্রাকচালক রবিউল আহমদকে মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি টাঙ্গাইল সাগরদিঘী এলাকার মুসলেম আহমদের ছেলে।

 

 

এসময় একই এলাকার ফারুক আলমের ছেলে ট্রাক হেলপার মাহবুব আলম (২৫) নামে আরো ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। অপর ট্রাকের চালক ও হেলপার আহতাবস্থায় পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

 

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক জব্দ করেছে।

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031