ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ঢাকা-১৭ আসনে এমপি হতে চান ১৫ জন

redtimes.com,bd
প্রকাশিত জুন ১৬, ২০২৩, ০৫:১১ অপরাহ্ণ
ঢাকা-১৭ আসনে এমপি হতে চান ১৫ জন
সদরুল আইন, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী মিলে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 এদের মধ্যে আটটি রাজনৈতিক দলের ১০ জন এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টি ও গণতন্ত্রী পার্টির দুজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুন) মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। এরপর  এ তথ্য জানান এই উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ।
সবশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে রাজধানীর এই আসনে।
সেই ভোটে যিনি জয়ী হবেন, তিনি কয়েক মাসের জন্যই কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন।
সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এখানে উপনির্বাচন করতে হচ্ছে।
বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এই উপনির্বাচনে অংশ নিচ্ছে না।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031