২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
এসবিএন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসের চালকের এক সহকারী যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাসের চালকের ওই সহকারীর নাম মামুন।
গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকালে এ ঘটনায় তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এসআই খাদিজাতুজ সাহেলা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযোগকারী শিক্ষার্থীর এক বন্ধু বলেন, ‘‘ছুটির দিনে প্রায়ই গ্রামের বাড়ি মানিকগঞ্জে যান ওই ছাত্রী। শনিবার ক্লাস থাকায় শুক্রবার দুপুরে শুকতারা পরিবহনে করে ঢাকায় ফিরছিলেন। বাসে যাত্রী খুব কম থাকায় তিনি একা একটি আসনে বসেছিলেন।
বেলা দেড়টার দিকে বাসটি সিংগাইর উপজেলা পেরোনোর পর চালকের এক সহকারী তার পাশ ঘেঁষে বসেন এবং বিভিন্ন ধরনের কথা বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।’’
যৌন হয়রানির শিকার ওই ছাত্রী বলেন, “সামনের দিকের সিটে বসেছিলাম। একবারে পেছনের দিকে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সিংগাইর পার হওয়ার পর আমার পাশের খালি সিটে মামুন নামে চালকের এক সহকারী বসে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরে অশ্লীল কথা বলে। ”
এর প্রতিবাদ করায় নিপীড়ক ‘আজেবাজে কথা’ বলে মাঝপথে বাস থেকে তাকে নামিয়ে দিতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, “পরে অন্য কয়েকজন যাত্রী এগিয়ে আসায় তা পারেনি। গাবতলী নেমে থানায় এসেছি।”
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766