২১শে জানুয়ারি ২০২১ ইং | ৭ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসবিএন ডেস্ক: নির্বাচন কমিশনে (ইসি) যে কোনো ব্যক্তি বা কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে কমিশন তা প্রকাশ করতে পারবে।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন।
২০১৪ সালে আদালতে এ সংক্রান্ত রিট আবেদন করেছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ ৫ জন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষ হলো আজ। রিট আবেদনকারীদের আইনজীবী শরিফ ভূঁইয়া এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, ২০১৩ সালের জুন মাসে বদিউল আলম মজুমদার তথ্য অধিকার আইনের আওতায় নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাবের তথ্য জানতে চেয়েছিলেন।
তখন ইসি জানিয়েছিলেন- রাজনৈতিক দলের অনুমতি ছাড়া এ হিসাব দেওয়া যাবে না।
এরপর বদিউল আলম মজুমদার কয়েক দফায় নির্বাচন কমিশন ও তথ্য কমিশনের কাছে এ সংক্রান্ত আবেদন করেন।
কিন্তু প্রতিবারই তার আবেদন নাকচ করা হয়। এরপর তিনি সহ ৫ জন ২০১৪ সালে আদালতে রিট আবেদন করেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766